সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৪, ২০১৯

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একমাস ব্যাপী পুষ্প প্রদর্শনী

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একমাস ব্যাপী পুষ্প প্রদর্শনী

উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য্য সারা বিশ্বে বিখ্যাত। সেই উত্তরবঙ্গের ফুলের ডালি নিয়েই এবার পুষ্প প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য বন দপ্তরের পার্ক্স অ্যান্ড গার্ডেন্স (উত্তর বিভাগ) এর দায়িত্বে থাকবে। এই প্রদর্শনীগুলিতে সর্বসাধারণের জন্য প্রবেশ অবাধ।

প্রায় এক মাস ব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়েছে ১২ই জানুয়ারি কোচবিহার থেকে। শেষ হবে মালবাজারে ৯ই ফেব্রুয়ারি। অন্যান্য যেসব জায়গায় এই প্রদর্শনী হবে, সেগুলি হল ফালাকাটায় ১৪ই জানুয়ারি, বালুরঘাটে ১৯শে জানুয়ারি, ইসলামপুরে ২৩শে জানুয়ারি, ধুপগুড়িতে ২৬শে জানুয়ারি, আলিপুরদুয়ারে ২৭শে জানুয়ারি, ২রা ফেব্রুয়ারি জলপাইগুড়িতে এবং কোচবিহারে ৬ই ফেব্রুয়ারি।

সাধারণ মানুষকে বাড়িতে আরও বেশী করে গাছ লাগাতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। সকলকে নিজের বাড়ি পরিষ্কার ও সবুজ রাখার আহ্বান জানানো হচ্ছে।

এই প্রদর্শনীর মূল লক্ষ্য স্কুল ও কলেজ পড়ুয়াদের গাছ সম্বন্ধে আগ্রহী করে তোলা। তাদের এটাও বোঝাতে হবে গাছ হল প্রাকৃতিক বাতাস শোধনকারী। গাছ প্রকৃতিকে নির্মল রাখতে সহায়তা করে।

কুচবিহার ও জলপাইগুড়ির প্রদর্শনীগুলিতে গাছ দিয়ে তৈরী নানা ভাস্কর্যও থাকবে।