সাম্প্রতিক খবর

জানুয়ারী ৮, ২০১৯

নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অভিনব প্রতিবাদ তৃণমূলের

নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অভিনব প্রতিবাদ তৃণমূলের

আজ সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ধর্ণায় উপস্থিত ছিলেন।

অভিনব পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ জানান সাংসদরা। এক সাংসদ প্রধানমন্ত্রীর মুখোশ পড়েছিলেন। ধর্ণা থেকে স্লোগানের মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদরা।

“প্রধানমন্ত্রীর স্বৈরাচার চলবে না, চলছে না” এবং “নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার কর” – এই স্লোগানে মুখরিত হয় সংসদ চত্বর।