সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৩, ২০১৯

রাজ্য সরকার পালন করছে সুভাষ উৎসব

রাজ্য সরকার পালন করছে সুভাষ উৎসব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আয়োজন করছে রাজ্যজুড়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ উৎসব।

এই উৎসব শুরু হয়েছে গতকাল, চলবে আজ পর্যন্ত। রাজ্যের ৩৪২টি ব্লক, ১১৮টি পৌরসভা, ছটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (কলকাতা বাদে), কলকাতা পৌর সংস্থার অধীন ১৪৪টি ওয়ার্ড সহ রাজ্যের সবকটি জেলা সদর এবং জি.টি.এ-তে এই উৎসব আয়োজিত হবে।

উৎসবে থাকবে পদযাত্রা, সুভাষচন্দ্রের জীবন ও কর্মবিষয়ক প্রদর্শনী, সুভাষচন্দ্র বিষয়ক ক্যুইজ, বিতর্ক, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। আইএনএর বিভিন্ন সঙ্গীত যেমন ‘কদম কদম বাড়ায়ে যা’ ইত্যাদি পরিবেশন করা হবে।