জানুয়ারী ২, ২০১৯
কলকাতার ৭টি সমবায়িকার সংস্কার

কলকাতায় অবস্থিত সাতটি ‘সমবায়িকা’ বিপণন কেন্দ্রের সংস্কার করা হবে। এই কেন্দ্রগুলিতে কম দামে দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায়। সংস্কারের পর যে কোনও বেসরকারি ডিপার্টমেন্টাল স্টোরের সঙ্গে পাল্লা দিতে পারবে ‘সমবায়িকা’ বিপণন কেন্দ্রগুলি।
‘সমবায়িকা’ চালায় রাজ্য সমবায় দপ্তরের অধীনস্থ ক্যালকাটা হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি। এখানে যেসব দ্রব্য পাওয়া যায়, তার বেশীর ভাগই মেলে বাজারের থেকে কম দামে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থানের ফলে সাধারণ মানুষের সুবিধাও হয়।
এই ‘সমবায়িকা’ বিপণন কেন্দ্রগুলি হাজরা, দেশপ্রিয় পার্ক (রাসবিহারী অ্যাভিনিউ), একডালিয়া (বালিগঞ্জ রেল ষ্টেশনের কাছে), নিউ মার্কেট, চাঁদনি চক, উত্তরায়ণ মার্কেট (উল্টোডাঙা রেল ষ্টেশনের কাছে) এবং হাতিবাগানে (স্টার থিয়েটারের কাছে) অবস্থিত।
এর মধ্যে হাজরা ও দেশপ্রিয় পার্কের কেন্দ্রগুলি ইতিমধ্যেই নতুন রূপে সজ্জিত হয়েছে।