জানুয়ারী ৩০, ২০১৯
এবার কটন খাদি তৈরী করবে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ

মসলিন প্রকল্পের সাফল্যকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ এবার হাতে নিতে চলেছে কটন খাদি প্রকল্প। রাজ্যের ১৪টি জেলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য বস্ত্রশিল্পীদের আধুনিক বাজারের চাহিদা অনুসারে বস্ত্র তৈরীর প্রশিক্ষণ দেওয়া। এছাড়া শিল্পীদের প্রয়োজনীয় পরিকাঠামো প্রদান করার পাশাপাশি তাদের তৈরী পণ্যের বিপণনের ব্যবস্থাও করবে পর্ষদ।
যে ১৪টি জেলার মানুষ উপকৃত হবেন সেগুলি হল, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। আনুমানিক ৪৯৫০জন শিল্পীকে ১৬.৫২ কোটি টাকার ব্যয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বর্তমানে বাংলায় আনুমানিক ১১৫টি প্রতিষ্ঠান ও গোষ্ঠী কটন খাদি তৈরীর কাজে জড়িত।
ফাইল ফটো