জানুয়ারী ১১, ২০১৯
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব

স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার উদযাপন করছে বিবেক-চেতনা উৎসব। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় এই উৎসব রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে ১০-১২ জানুয়ারী।
রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৭ পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌরসংস্থার ১৪৪ ওয়ার্ড, জিটিএ, প্রত্যেকটি জেলা সদরে এই উৎসব উদযাপিত হচ্ছে। অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা, এক্সিবিশন, বিতর্কসভা, ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজ্যের যুবকল্যাণ দপ্তর, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও, নতুন উদ্যমে এই উৎসব পালনে উদ্যত হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।