সাম্প্রতিক খবর

জানুয়ারী ৩১, ২০১৯

পরিবহণ দপ্তরের ট্যুর প্যাকেজে এল বইমেলা

পরিবহণ দপ্তরের ট্যুর প্যাকেজে এল বইমেলা

জেলায় জেলায় বইমেলা হয় ঠিকই, তবে কলকাতা আর্ন্তজাতিক বইমেলার কদরই আলাদা। তাই, এবার দক্ষিণবঙ্গের দূরের জেলার বইপ্রেমীদের কলকাতা বইমেলা দেখাতে পরিবহণ দপ্তর প্যাকেজ ট্যুরের আয়োজন করছে। বুধবার রাজ্যের পরিবহণমন্ত্রী পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ও দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের কর্তাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। বইমেলাকে কেন্দ্র করে প্যাকেজ ট্যুরের দায়িত্বটি পরিবহণমন্ত্রী দিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে (এসবিএসটিসি)।

শুধু দূরের জেলার জন্য নয়, কলকাতা ও শহরতলির মানুষকে বইমেলা প্রাঙ্গনে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম বিশেষ বাস পরিষেবাও চালু করছে। এ বারের বইমেলাও আগামী ৩১শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সল্টলেকের মেলা প্রাঙ্গনে। ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। গত বছর বইপ্রেমীদের কথা মাথায় রেখে ১২০টি সব ধরনের বাস চালিয়েছিল নিগম। এ বার সংখ্যাটা ১৯০ করা হচ্ছে। পাশাপাশি থাকবে বেসরকারি বাসও। সাধারণ বাসের সঙ্গে সরকারি এসি ও ভলভো বাসও রাখা হবে।

ধর্মতলা, হাওড়া, শিয়ালদহ ছাড়াও সাঁতরাগাছি, বালি রাজচন্দ্রপুর, ঠাকুরপুকুর,পর্ণশ্রী, গড়িয়া, কামালগাজি, বারুইপুর, বারাসত, দমদম এবং শহর ও শহরতলির আরও কিছু রুটে এই বাস চলবে। সেই জন্য কোনও অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। যদিও সল্টলেক থেকে এর অনেকগুলি রুটই চালু রয়েছে। পরিবহণ দপ্তরের লক্ষ্য হল, খুব অল্প সময়ের ব্যবধানে যাত্রীরা যাতে বাস পান, সেটা নিশ্চিত করা। করুণাময়ী বাসস্ট্যান্ড ও ময়ূখ ভবনের সামনে বইমেলার বাসের বিশেষ ব্যবস্থা থাকবে। আমজনতার যাতে কোনও অসুবিধে না হয়, সেই জন্য থাকবে পাবলিক অ্যাড্রেস সিস্টেমও।

ফাইল চিত্র