জানুয়ারী ২২, ২০১৯
৭০০ কোটি টাকার প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

বিভিন্ন প্রকল্প মিলিয়ে মোট ৭০০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এছাড়া আরও ৩০০কোটি টাকার কাজ আগামী মাসের মধ্যে সম্পন্ন হবে।
রাজ্য সরকার প্রতি বছর উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে দপ্তরের বরাদ্দ বাড়াচ্ছে। এর মাধ্যমেই বোঝা যায় রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নে জোর দিচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। এই ৭০০ কোটির টেন্ডারের মাধ্যমে আনুমানিক ৩০০টি প্রকল্প সম্পন্ন হবে। এর আগে উত্তরবঙ্গের আটটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে তিনি তাঁদের নির্দেশ দিয়েছেন এই প্রকল্পগুলি সময়মত এবং উপযুক্ত মানের হওয়ার জন্য। এই সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সহায়তাও নেওয়া হচ্ছে।
২০১১ সালে তৈরী করা হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। তাদের হাতে তুলে দেওয়া হয় ১৮০ কোটি টাকা। বর্তমানে এই বরাদ্দ বেড়ে হয়েছে ৬৬০ কোটি টাকা। এই তহবিল রাস্তা, সেতু, স্কুল, কলেজ, কমিউনিটি হল, হাট বাজার তৈরীতে ব্যয় করা হয়।