জানুয়ারী ১৯, ২০১৯
সব পথ মিশেছে ব্রিগেডে, দলে দলে আসছেন সমর্থকরা

ব্রিগেড সমাবেশ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই তুঙ্গে । ২০১৯ এর নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলি উপস্থিত থাকবে একমঞ্চে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
সারা কলকাতা জুড়েই মিছিলের আয়োজন করা হয়েছে । শ্যামবাজার থেকে বিধান সরণি ও সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছাবে ব্রিগেডে। শিয়ালদহ থেকে একপ্রস্থ মিছিল মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল যাবে ব্রিগেডে। এছাড়া আর আর অ্যাভিনিউ, হাওড়া , ব্রেবোর্ন রোড, টি বোর্ড হয়ে মিছিল যাবে ব্রিগেডে।
তার সঙ্গে হাজরা থেকে এটিএম রোড ও জওহরলাল নেহরু রোড হয়ে মিছিল পৌঁছাবে ব্রিগেডে। খিদিরপুর হেস্টিংস আরও একটি মিছিল যাবে ব্রিগেডে। পার্ক সার্কাস ময়দান থেকে সিআইটি রোড, এসএন ব্যানার্জী রোড, মিলনমেলা থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও পার্ক স্ট্রিট হয়ে আরও একটি মিছিল যাবে ব্রিগেডে ।