জানুয়ারী ৬, ২০১৯
রাজ্য সরকারের উদ্যোগে সারা মাস জুড়ে শ্রমিক মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন বছরের সারা জানুয়ারি মাস ধরে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে শ্রমিক মেলা।
সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে আছে শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যনিধি, মৃত্যু ও দুর্ঘটনা সংক্রান্ত সহায়তা। অংশগ্রহণ করবে শ্রম কমিশনারেট, কারখানা ও বয়লার অধিকার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ইএসআই, স্টেট লেবার ইন্সটিটিউট, পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ এবং অন্যান্য সরকারি দপ্তর।
মেলা চলবে প্রতিদিন দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সকলের প্রবেশ অবাধ। প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ এবং সহায়তা প্রদান।
যে কোনও প্রয়োজনে টোল ফ্রি টেলিফোন নম্বরে যোগাযোগ করতে হবে ১৮০০১০৩০০০৯। ইতিমধ্যেই কলকাতা, শ্রীরামপুর, রানাঘাট, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, চন্দননগর, রঘুনাথপুর, আসানসোলে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন মেলার অনুষ্ঠানসুচীঃ
- ৬ই জানুয়ারি ২০১৯ – বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কাটোয়া
- ৭ই জানুয়ারি ২০১৯ – মেদিনীপুর সদর, বনগাঁ
- ৮ই জানুয়ারি ২০১৯ – তমলুক
- ৯ই জানুয়ারি ২০১৯ – ঘাটাল, কান্দি, কালিম্পং, চাঁচল
- ১০ই জানুয়ারি ২০১৯ – কৃষ্ণনগর, মালদা, বীরপাড়া, গঙ্গারামপুর
- ১১ই জানুয়ারি ২০১৯ – বহরমপুর, হলদিয়া
- ১২ই জানুয়ারি ২০১৯ – দুর্গাপুর, ইসলামপুর
- ১৩ই জানুয়ারি ২০১৯ – বাঁকুড়া, আরামবাগ
- ১৪ই জানুয়ারি ২০১৯ – হাওড়া, তুফানগঞ্জ
- ১৫ই জানুয়ারি ২০১৯ – কাঁথি, কল্যাণী
- ১৬ই জানুয়ারি ২০১৯ – মালবাজার, কালনা
- ১৭ই জানুয়ারি ২০১৯ – খাতরা, জঙ্গিপুর
- ১৮ই জানুয়ারি ২০১৯ – বিধাননগর
- ২০শে জানুয়ারি ২০১৯ – চুঁচুড়া, ডোমকল
- ২১শে জানুয়ারি ২০১৯ – পুরুলিয়া পূর্ব, মাথাভাঙ্গা
- ২২শে জানুয়ারি ২০১৯ – কাকদ্বীপ, রায়গঞ্জ, বিষ্ণুপুর
- ২৩শে জানুয়ারি ২০১৯ – বসিরহাট, তেহট্ট, কার্সিয়াং
- ২৪শে জানুয়ারি ২০১৯ – আলিপুর, রামপুরহাট, লালবাগ
- ২৫শে জানুয়ারি ২০১৯ – দার্জিলিং, জলপাইগুড়ি, দিনহাটা
- ২৬শে জানুয়ারি ২০১৯ – আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি
- ২৭শে জানুয়ারি ২০১৯ – বোলপুর, ক্যানিং
- ২৮শে জানুয়ারি ২০১৯ – বারাসাত, বালুরঘাট
- ২৯শে জানুয়ারি ২০১৯ – ঝাড়গ্রাম, ব্যারাকপুর, পুরুলিয়া পশ্চিম
- ৩০শে জানুয়ারি ২০১৯ – বারুইপুর, সিউড়ি
- ৩১শে জানুয়ারি ২০১৯ – খড়গপুর, মেখলীগঞ্জ