জানুয়ারী ৩, ২০১৯
রাজ্য সরকারের উদ্যোগে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে অঙ্গ প্রতিস্থাপন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঐকান্তিক প্রয়াস ও সচেতনতা অভিযানের ফলে বাংলায় উল্লেখযোগ্যভাবে বাড়ছে অঙ্গ প্রতিস্থাপনের নজির। সরকারি ও বেসরকারি – দুভাবেই চালানো হচ্ছে সচেতনতা।
দপ্তরের এক উচ্চাধিকারিক বলেন, ২০১৮ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত ১৪টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে। এই প্রতিস্থাপন সরকারি এবং বেসরকারি হাসপাতালে হয়েছে।
এখন অবধি যতগুলি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, সেগুলি ক্যাডাভার প্রতিস্থাপন। যে সকল রোগীদের ব্রেন ডেড বলে ঘোষিত করা হয়েছে, তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করে অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে।
রোটো (Regional Organ and Tissue Transplant Organisation) তে নথিভুক্ত তালিকা অনুসারেই অঙ্গ প্রতিস্থাপন করা হয়ে থাকে। এই তালিকাতে যাদের অঙ্গ প্রয়োজন, তাদের নাম নথিভুক্ত থাকে।
প্রসঙ্গত, অঙ্গদান সম্পূর্ণভাবে একটি ব্যাক্তিগত সিদ্ধান্ত। তাই, স্বাস্থ্য দপ্তরের সচেতনতা অভিযান খুব প্রয়োজন।
ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই সচেতনতা প্রসারে উদ্যোগী হয়েছে দপ্তর। তার জন্য একটি রোডম্যাপ তৈরী করা হচ্ছে। এই প্রচার বাড়ানোর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও হাত মিলিয়েছে দপ্তর।