জানুয়ারী ৩১, ২০১৯
লিটল ম্যাগাজিন ডিরেক্টরি তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি খুব শীঘ্রই বাংলায় প্রকাশিত লিটল ম্যাগাজিনের ডিরেক্টরি প্রকাশ করবে। প্রয়োজনমত যাতে রাজ্য সরকার এই লিটল ম্যাগাজিনগুলোকে সাহায্য করতে পারে, সেই লক্ষ্যেই এই ডিরেক্টরি বানানো হচ্ছে।
আকাদেমির লক্ষ্য আগামী ২১শে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাঙালি সংস্কৃতির সাথে এই দিনের বিশেষ তাৎপর্য আছে। ১৯৫২ সালে ঢাকায় বাংলা ভাষা আন্দোলনে নিহত হয়েছিলেন চার যুবক। তাদের স্মরণেই এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সারা রাজ্যের লিটল ম্যাগাজিনের নাম ও ঠিকানা সংগ্রহ করছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে এই ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিনগুলির তরফে ব্যাপক সাড়াও পাওয়া গেছে।
কলকাতা তথা বাংলাজুড়ে প্রচুর লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। তুলনামূলকভাবে সস্তা কিন্তু গল্প, কবিতা ও প্রবন্ধের গুনমানে খুব উন্নত হয় এই ম্যাগাজিনগুলি মূলত বাংলায় প্রকাশিত হয়। বাংলার অনেক নামজাদা লেখক লেখিকা লিটল ম্যাগাজিনের মাধ্যমেই পরিচিত হয়েছেন।
ফাইল চিত্র