সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৫, ২০১৯

স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য দেবে রাজ্যের ‘শিক্ষাসাথী’

স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য দেবে রাজ্যের ‘শিক্ষাসাথী’

এবার থেকে স্কুল স্তরে যাতে চটজলদি যাবতীয় সব তথ্য পাওয়া যায়, তার জন্য রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে চালু হচ্ছে স্কুল ইনফর্মেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস)।

‘শিক্ষাসাথী’ নামে এই প্রকল্পে স্কুলের যাবতীয় তথ্য থাকবে কেন্দ্রীয় পোর্টালে। এই সিস্টেমে সড়গড় হয়ে উঠতে জেলায় জেলায় স্কুলের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

এসএমএস পোর্টালে স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের তথ্যই থাকবে। প্রধান শিক্ষক প্রয়োজনে সব সহশিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র, এমনকি ইচ্ছুক অভিভাবকদেরও ওই পোর্টালে ঢোকার অনুমতি দিতে পারবেন। প্রত্যেক পড়ুয়ার মাসিক উপস্থিতি ও পরীক্ষার ফলাফল আপলোড করা হবে ওই পোর্টালে।

পাশাপাশি আইডেন্টিটি কার্ড, প্রোগ্রেস রিপোর্ট, ট্রান্সফার সার্টিফিকেট এই পোর্টাল থেকে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা।