সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৫, ২০১৯

বনগাঁয় তৈরী হচ্ছে জল পরিশোধনাগার

বনগাঁয় তৈরী হচ্ছে জল পরিশোধনাগার

রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের সহযোগিতায় বনগাঁ পুরসভা ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি জল পরিশোধন প্রকল্প হাতে নিয়েছে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য বনগাঁ পুরসভার অঞ্চলের বাসিন্দাদের আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করা। বনগাঁ অঞ্চলের কিছু মানুষ ভূগর্ভস্থ জলের ওপর নির্ভরশীল। অনেক ক্ষেত্রে এই জলে আর্সেনিক থাকে, বনগাঁ পুরসভার কিছু মানুষের বহুদিনের দাবী ছিল আর্সেনিক মুক্ত পানীয় জলের। তারা এই প্রকল্পকে স্বাগত জানিয়েছে।

বনগাঁ পুরসভা, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের সহযোগিতায় পুর অঞ্চলে পাঁচটি রিজার্ভার তৈরী করেছে। বনগাঁ পুরসভার কালিতলা অঞ্চলে ১০ বিঘা জমির ওপর একটি জল পরিশোধনাগার তৈরী করা হবে যার ফলে কল্যাণীর কাছের নদী থেকে সংগ্রহ করা জল পরিশোধন করে ওই পাঁচটি রিজার্ভারে জমা করে বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে।

চাকদহ-বনগাঁ রোডে ৫১ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপ বসানো হচ্ছে। এই প্রকল্পের কাজ খুব শীঘ্রই শেষ হবে। তাঁর ফলে ওই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।