সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৯, ২০১৯

৯ তলারও বেশি উঁচু সৌর বিদ্যুৎ উৎপাদনের বিশাল গম্বুজ

৯ তলারও বেশি উঁচু সৌর বিদ্যুৎ উৎপাদনের বিশাল গম্বুজ

বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে সূর্যের রশ্মি, বাতাস, জোয়ারকে কাজে লাগিয়ে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানোর জন্য আন্তর্জাতিক মঞ্চ থেকে বারবার বার্তা শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় অচিরাচরিত শক্তির ব্যবহারে জোর দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ উৎপাদন তার মধ্যে অন্যতম।

রাজ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে ইতিমধ্যে নানারকম পদক্ষেপ করা হয়েছে। রাজ্যে প্রথম সোলার ডোম তৈরি হচ্ছে ইকো পার্কে। অর্ধ গোলাকার সেই নির্মাণের উপরে থাকছে সোলার প্যানেল। আর ভিতরে ন’তলা সমান উঁচু ভিউয়িং গ্যালারি থেকে ইকো পার্ক চত্বর দেখার সুযোগ সামনে আসতে চলেছে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে ইকো পার্কে প্রস্তাবিত ওই ডোমের। তৈরি হয়ে গিয়েছে মূল কাঠামোর অনেকটাই। ইকো পার্কে বাংলার গ্রামের কাছাকাছি জায়গাতে প্রায় তিন একর জায়গার উপর কাজ চলছে।

হিডকো জমি দিয়েছে। সেই জমিতে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি গড়ে তুলছে এই ডোম। যা এই রাজ্যে প্রথম। অনেকটা আধখানা চাঁদের মতো দেখতে। উপরে থাকা সোলার প্যানেল থেকে সর্বোচ্চ ১৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। সেই বিদ্যুৎ ইকো পার্কেও কাজে লাগানো হবে। বাইরেও ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

ডোমের ব্যাস হচ্ছে ৪৬ মিটার। উচ্চতা ২৭ মিটার। মোট ২.৮৯ একর জায়গা জুড়ে ডোম গড়ে উঠছে। এর ভিতরে বিভিন্ন তলায় বিশ্ব উষ্ণায়নের উপরে প্রদর্শনী থাকবে। অপ্রচলিত শক্তির বিষয়ে সচেতনতা মূলক নানারকম জিনিস থাকবে। ছবি থাকবে, বিজ্ঞান ভিত্তিক গ্রাফিক্স থাকবে। ভিতরে বিভিন্ন তলায় যাওয়ার জন্য র্যা ম্প, লিফ্ট থাকছে।

এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিনসিটি মিশন প্রকল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এটি হলে অচিরাচরিত শক্তির বিষয়ে মানুষের সচেতনতা আরও বাড়বে। ইকো পার্কের ‘ইকো’ বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ হবে।

আগামী শীত মরশুমের আগেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এই সোলার ডোম।

ফাইল চিত্র