জানুয়ারী ৫, ২০১৯
পরিকাঠামো খাতে রেকর্ড বরাদ্দকেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গুরুত্ব

রাজ্যের পরিকাঠামো শিল্পে রেকর্ড পরিমাণ বিনিয়োগের দৃষ্টান্তকেই শিল্পপতিদের সম্মেলনে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার৷ কীভাবে পরিকাঠামোগতভাবে রাজ্য এগিয়ে গিয়েছে, সেই সাফল্যকে তুলে ধরেই এগোতে চাইছে রাজ্য৷
চলতি আর্থিক বছরে প্রায় ৩৩ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে পরিকাঠামো খাতে৷ রাস্তা, সেতু নির্মাণ-সহ স্থায়ী সম্পদ গড়ায় খরচ করছে রাজ্য। কলকাতা ছাড়াও জেলা, শহর ও পঞ্চায়েত এলাকায় যেভাবে একের পর এক সেতু, নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা অন্য কোনও রাজ্যে হয়নি বলেই৷ শিল্পস্থাপনে পরিকাঠামোর গুরুত্ব বুঝেই একটি আর্থিক বছরে এত বরাদ্দ করা হচ্ছে| এটি শিল্পোদ্যোগীদের কাছেও সদর্থক বার্তা হবে বলে মনে করছেন আধিকারিকরা |
গত ছয় বছরে রাজ্যের নিজস্ব কর আদায় দ্বিগুণ হয়েছে৷ পাশাপাশি পরিকাঠামো খাতে গত ছয় বছে চারগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে৷ বিদ্যুতের সরবরাহ ও উৎপাদনে উন্নতির বিষয়ও উল্লেখ করা হয়েছে৷ সামাজিক পরিকাঠামো ক্ষেত্রেও গত ছয় বছরে সাড়ে চার গুণ বরাদ্দ বৃদ্ধি হরেছে বলে জানিয়েছে রাজ্য৷ সপ্তম স্থান থেকে রাজ্যের অর্থনীতি দ্বিতীয় স্থানে উঠে এসেছে৷ দেশের মোট উৎপাদনের ৮.২৩ শতাংশ এখন রাজ্যেরই | এ তথা তুলে ধরে রাজ্য সরকার জানাচ্ছে, গত ছয় বছরে রাজ্যের জিডিপি দ্বিগুণ হয়েছে৷ এবং উন্নয়নের হার ১৫.৫ শতাংশ৷ সারা দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে মসৃণ গতিতে বেড়ে চলেছে উন্নয়ন |
সৌজন্যেঃ প্রতিদিন