সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৩, ২০১৯

রাজ্যের সব স্কুল পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সব স্কুল পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ড আবার ফিরতে চলেছে স্কুল পড়ুয়াদের হাতে। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছাবার্তা সহ কার্ড পাঠাতে চলেছেন তিনি। সে ব্যাপারে নির্দেশও হয়ে গেছে। রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প অধিকর্তা (এসপিডি) এই চিঠি জিটিএ-র প্রধান সচিব সহ সমস্ত জেলাশাসক, শিলিগুড়ি মহকুমা পর্ষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। কার্ড আকারে সেই বার্তা জেলাগুলিতে পাঠানো শুরু হবে। প্রায় দেড় কোটি স্কুল পড়ুয়া এই কার্ড পাবে।

ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশনের কাছ থেকে কার্ডগুলি আসবে। সমগ্র শিক্ষা অভিযানের জেলা শিক্ষা অধিকর্তা ওইদিনই কার্ডগুলি সার্কেল অফিসে পাঠাবেন। সার্কেল অফিসগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, ওইদিনই সব কার্ড স্কুলগুলিতে বিতরণ করতে। স্কুলগুলি যাতে ৭ জানুয়ারি থেকেই এই কার্ড বিলি করা শুরু করে, সার্কেল অফিস থেকে সেই নির্দেশও দিতে বলা হয়েছে। তবে, স্রেফ কার্ড বিলি করে দিলেই চলবে না। প্রত্যেক কার্ডে প্রাপক ছাত্র বা ছাত্রীর নাম লেখা থাকতে হবে। প্রধান শিক্ষকদেরই এই দায়িত্ব নিতে বলা হয়েছে।

রেলমন্ত্রী থাকাকালীন পয়লা বৈশাখে শিল্পপতিদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে পয়লা বৈশাখ এবং বিজয়ার শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন শিল্পপতিদের। সাইকেল, পোশাক, ব্যাগ, জুতো এবং বইখাতার পর এবার পড়ুয়াদের কার্ড বিলি করে সেই সংস্কৃতি শিক্ষাক্ষেত্রেও নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ন’য়ের দশকে গ্রিটিংস কার্ড নিয়ে যে উন্মাদনা ছিল, তারও কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি।

সৌজন্যেঃ বর্তমান