সাম্প্রতিক খবর

জানুয়ারী ৩০, ২০১৯

খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে বিশেষজ্ঞদের সাহায্য নেবে রাজ্য

খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে বিশেষজ্ঞদের সাহায্য নেবে রাজ্য

চাল ও বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাহায্য নেবে।

এর জন্য রাজ্য কৃষি দপ্তরের গবেষণা বিভাগ রাজ্য সরকার পরিচালিত বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিচ্ছে। কৃষি দপ্তরের আধিকারিকরা নিয়মিত গবেষকদের সঙ্গে বৈঠক করবেন পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য। রোডম্যাপও তৈরী করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা যায়।

গত কয়েক বছরে রাজ্য সরকারের একাধিক কৃষিমুখী উদ্যোগের ফলে রাজ্যে বেড়েছে চালের উৎপাদন। প্রসঙ্গত, কৃষি দপ্তর রাজ্যের বেশ কিছু জেলায় সুগন্ধী চাল ও অন্যান্য শস্যের বীজ বিতরণ করছে। তুলাইপঞ্জী, গোবিন্দভোগের মত সুগন্ধী চালের উৎপাদন সারা রাজ্যে বাড়াতেই এই উদ্যোগ সরকারের। কালোনুনিয়া চালের উৎপাদনও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। রাজ্য সরকার পরপর পাঁচবার কৃষিতে সাফল্যের জন্য ‘কৃষি কর্মন পুরষ্কার’ পেয়েছে।

ফাইল ফটো