সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৬, ২০১৯

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হল

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হল

সারা দেশের মত বাংলাতেও পালিত হয়েছে ৭০তম প্রজাতন্ত্র দিবস। রাজ্য সরকার রেড রোডে এই দিবস পালন করেছে।

উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় রাজ্যপাল।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়া মাধ্যমে সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “আজ প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ নিই আমাদের সংবিধানকে রক্ষা করার এবং প্রস্তাবনায় উল্লিখিত নীতিগুলিকে – সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভাতৃত্ববোধ – মেনে চলি।”

বর্ণাঢ্যময় শোভাযাত্রার মাধ্যমে ফুটে উঠেছিল রাজ্যের সাংস্কৃতিক আঙ্গিক। ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।