সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৮, ২০১৯

উৎসস্থলেই বর্জ্যের পৃথকীকরণ করবে এনকেডিএ

উৎসস্থলেই বর্জ্যের পৃথকীকরণ করবে এনকেডিএ

উৎসস্থলেই বর্জ্যের পৃথকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

এনকেডিএর বোর্ডের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এনকেডিএর উচ্চাধিকারিকরা বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করবেন বর্জ্য রিসাইকেল করার বিষয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘ক্লীন সিটি গ্রীন সিটি’ মিশনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বড় আবাসনগুলিকে এনকেডিএর তরফে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের বর্জ্য নিজেদের আবাসনের মধ্যেই কম্পোস্ট করার। এই বিষয়ে তাদের সঙ্গে শীঘ্রই আলোচনা করবেন এনকেডিএ কর্তৃপক্ষ।

নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটিতে ইতিমধ্যেই একটি কম্পোস্ট যন্ত্র আছে। এবার নিউটাউনেও এরকম একটি যন্ত্র তৈরী করা হচ্ছে। এই যন্ত্র দুটি পরীক্ষামূলকভাবে কম্পোস্ট শুরু করেছে। এই বর্জ্য থেকে উৎপাদিত সার রুফটপ গার্ডেনিং এবং রুফটপ আর্বান ফার্মিং-এ ব্যবহার করা হবে।