সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৯, ২০১৯

ব্রিগেড শেষ হতেই জোরকদমে শুরু হল সাফাই অভিযান

ব্রিগেড শেষ হতেই জোরকদমে শুরু হল সাফাই অভিযান

আজ ব্রিগেডের মহা সমাবেশ শেষ হতে না হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং কলকাতা পুরসভার কর্মীরা ময়দান পরিষ্কার করার কাজে নেমে পড়েন।

কলকাতা পুরসভা সবরকম পরিষেবা নিয়ে প্রস্তুত ছিল। একথা আগেই নিশ্চিত করেছিলেন পুরসভার মেয়র। ব্রিগেড সমাবেশের জন্য ১২৫টি জায়গায় পানীয় জলের গাড়ি রেখেছিল পুরসভা। ছিল ৮০টি বায়োটয়লেট।

পুরসভার নিকাশি, জল, কঠিন ও বর্জ্য, বস্তি ও পরিবেশ, উদ্যান বিভাগের পদস্থ আধিকারিকদের নিয়ে এই নিয়ে আগেই বৈঠক করেছে। সমাবেশের আগেও শহর পরিষ্কার রেখেছিল পুরসভা। ব্রিগেডের মাঠে ধুলোর সমস্যা সমাধানে জল ছিটিয়ে পরিষ্কার করা হয়েছিল।

মূল সমাবেশের কাছেও অস্থায়ী শৌচালয়ও তৈরী করা হয়েছিল। চারপাশে ৮০টি মত বায়োটয়লেট রাখা হয়েছিল। শহরে ঢোকা বেরোনোর জায়গাগুলিতে রাখা ছিল পানীয় জলের গাড়ি।