সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৭, ২০১৯

ব্রিগেডে রেকর্ড ভিড় হবে, বললেন তৃণমূল নেত্রী

ব্রিগেডে রেকর্ড ভিড় হবে, বললেন তৃণমূল নেত্রী

ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলা মহা সমাবেশের আর মাত্র দুদিন বাকি। সমাবেশের দায়িত্বে থাকা শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন এই সমাবেশের জনসমাগম গত চার দশকের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ১৯শে জানুয়ারি তাঁর দলের প্রস্তাবিত জনসভায় কাশ্মীর থেকে কন্যাকুমারীর বহু রাজনৈতিক নেতা এই জনসভায় যোগ দেবেন।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেকার সমস্ত জনসভার ভিড় ছাপিয়ে যাবে শনিবারের ব্রিগেড। ৪১ বছর বাদে আবার সর্বভারতীয় স্তরের অনেক নেতা এখানে আসছেন। এই সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসছেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত ২১শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে এই ব্রিগেড সমাবেশের ডাক দেন তৃণমূল নেত্রী। এই সমাবেশের মূল উদ্দেশ্য কেন্দ্রের জনবিরোধী সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ, শক্তিশালী, উন্নত ভারত গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া।