জানুয়ারী ২, ২০১৯
দার্জিলিঙে বড় মাত্রায় কফি চাষের উদ্যোগ রাজ্যের

স্ব-নির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দপ্তর দার্জিলিঙে বড় মাত্রায় কফি চাষের উদ্যোগ নিতে চলেছে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আয়োজিত তৃতীয় ইন্ডিয়া রিটেল সম্মেলনে স্ব-নির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দপ্তরের মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যেই কফি বোর্ড অফ ইন্ডিয়া এবং আমাদের গবেষণা দলের সঙ্গে আলোচনা করেছি।
দার্জিলিং জেলার মিরিকের মঞ্জু চা বাগানের বাংকুলুং অঞ্চলের প্রায় ২২০ জন কৃষক সাফল্যের সঙ্গে কফি চাষ করছেন। বিশেষজ্ঞদের মতে, মঞ্জু চা বাগানের উচ্চতা কফি চাষের জন্য উপযোগী। তাই অন্যান্য কৃষকদের কফি চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। তারা ২.৫ বিঘা জমিতে কফি চাষ করে সাফল্য অর্জন করেছেন।
স্ব-নির্ভর গোষ্ঠী দপ্তরের এক অধিকর্তারা জানান যে এই কফির স্বাদ খুব উচ্চমানের বলে জানিয়েছেন কফি বোর্ডের আধিকারিকরা। তাই দপ্তর ওই অঞ্চলে আরও কফি চাষের উৎসাহ দিচ্ছে। পাঁচ কিলো বীজের অর্ডারও দেওয়া হয়েছে। জানুয়ারি থেকেই এই নতুন বীজ দিয়ে চাষ শুরু হবে। কফি চাষ বাড়ানোর জন্য প্রচারও চালানো হচ্ছে।