সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৫, ২০১৯

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ জানুয়ারি থেকে

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ জানুয়ারি থেকে

শুরু হচ্ছে অষ্টম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব৷ আয়োজনে শিশু কিশোর আকাদেমি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার৷ ২০ জানুয়ারি নন্দনে শুরু হবে শিশু চলচ্চিত্র উৎসব৷ মোট ৩৫টি দেশ থেকে আসছে ২০০টির বেশী ছবি৷ নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, অহীন্দ্র মঞ্চ, রবীন্দ্রতীর্থ, রবীন্দ্র-ওকাকুরা ভবন ওস্টার থিয়েটার-সহ মোট ৯টি হলে হবে এবারের শিশু চলচ্চিত্র উৎসব!

উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে জাতীয় পুরস্কার পাওয়া ‘ওয়াকিংউইথ দ্য উইন্ড’। এই বছর সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘ বাইন’ ছবি মুক্তির ৫০ বছর পূর্ণ হচ্ছে৷ সে কারণেই একটি বই প্রকাশিত হবে উৎসবের মাঝেই। কলকাতা তথ্যকেন্দ্রে ছোটদের ডেলিগেট কার্ডের কাজও শুরু হয়ে গেছে।

সৌজন্যেঃ আজকাল