সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৭, ২০১৯

সরকারের কাছে ধান বিক্রিতে ব্যাপক সাড়া, গতবারের তুলনায় এখনই প্রায় আটগুণ বৃদ্ধি

 সরকারের কাছে ধান বিক্রিতে ব্যাপক সাড়া, গতবারের তুলনায় এখনই প্রায় আটগুণ বৃদ্ধি

সরকারের কাছে ধান বিক্রি করার জন্য চাষিদের আগ্রহ এবার চোখে পড়ার মত। গত খরিফ মরশুমে এই সময় পর্যন্ত সরকারি উদ্যোগে মাত্র ২৭ হাজার টন ধান কেনা হয়েছিল। এবার এক মাসেই সেই পরিমাণ পৌঁছেছে ২ লক্ষ ১৪ টনে।

খোলাবাজারের তুলনায় সরকারের কাছে ধান বিক্রী করলে কুইন্টালে প্রায় তিনশো টাকা বেশী মিলছে। তাই স্বাভাবিকভাবে চাষিরা বেশী ধান বিক্রী করতে সরকারের কাছেই যাচ্ছেন। এই প্রবণতা আগামী দিনে আরও বাড়বে, এটা বুঝতে পেরে সরকার আগাম উদ্যোগ নিতে শুরু করেছে।

সরকারি উদ্যোগে ধান কেনার লক্ষ্যমাত্রা এবার ধার্য করা হয়েছিল ৫২ লক্ষ টন। এই পরিমাণ আরও বাড়ানোর জন্য নবান্নে প্রস্তাব পাঠানো হবে বলে জানান খাদ্যমন্ত্রী। যে চাষিরা আসবেন, তাঁদের সবার কাছ থেকে ধান কেনা হবে। ধান থেকে উৎপাদিত চাল মজুত করার জন্য আরও গুদাম ভাড়া নিচ্ছে দপ্তর। কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই যাতে বেশি পরিমাণ চাল রাজ্য থেকে নেয়, সেই উদ্যোগও চলছে।

গত খরিফ মরশুমে মোটা ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল প্রতি কুইন্টালে ১৫৫০ টাকা। এবার তা দু’শো টাকা বেড়ে ১৭৫০ টাকা হয়েছে। সরকারি ক্রয়কেন্দ্রে গিয়ে ধান বিক্রী করলে আরও ২০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। সেখানে এখন খোলাবাজারে মোটা ধান ১৪৫০ টাকা কুইন্টাল দরের আশপাশে বিক্রী হচ্ছে। দামের এই ফারাকের জন্য সরকারের কাছে ধান বিক্রী করছেন কৃষকরা।