সাম্প্রতিক খবর

জানুয়ারী ৭, ২০১৯

কিভাবে করবেন জমির অনলাইন মিউটেশন, জেনে নিন

কিভাবে করবেন জমির অনলাইন মিউটেশন, জেনে নিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার নিল এক ঐতিহাসিক পদক্ষেপ। সম্পূর্ণ ভাবে অনলাইন পদ্ধতিতে এবার থেকে জমির মিউটেশন করা যাবে। জমির মিউটেশন শংসাপত্র হাতে মিলবে ৪৮ ঘণ্টার মধ্যে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমস্ত সম্পত্তি হস্তান্তরের মিউটেশনে টাইটেল ট্রান্সফার এক আবশ্যিক প্রক্রিয়া। এর মাধ্যমে ক্রেতা জমির মালিকানা পান। মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ১২ লক্ষ মানুষ প্রতি বছর তাদের সম্পত্তি মিউটেশন করেন। এই অনলাইন পদ্ধতিতে সাধারণ মানুষের খুব সুবিধা হবে। অনলাইনে জমির মিউটেশনে জমির প্রকৃতিও অপরিবর্তিত থাকবে।

নিম্নলিখিত পদ্ধতিতে অনলাইনে মিউটেশন করা যাবেঃ

  • আবেদনকারীকে লগ ইন করে তার নাম ও বিস্তারিত তথ্য নথিভুক্ত করতে হবে
  • প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে
  • ব্যাঙ্কের মাধ্যমে মিউটেশন ফি জমা করতে হবে
  • ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অনলাইনে তথ্য পাবে ও নথিগুলি পরীক্ষা করবে
  • মিউটেশন শংসাপত্র তৈরী হবে ৪৮ ঘণ্টার মধ্যে

প্রসঙ্গত, রেকর্ডস অফ রাইটস সিস্টেম, যা তৃণমূল সরকার চালু করেছে, অনুযায়ী রাজ্যের ৩৪১টি ব্লকের সমস্ত জমির নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত রাখা হয়েছে।