সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৫, ২০১৯

একটি মাথাহীন সংস্থা এখন মেরুদণ্ডহীন বিজেপি-র: সিবিআই-কে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

একটি মাথাহীন সংস্থা এখন মেরুদণ্ডহীন বিজেপি-র: সিবিআই-কে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এর আগেও তিনি বারবারই কেন্দ্রীয গোয়েন্দা সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিবিআই-কে কেন্দ্রনিজেদের জন্য ব্যবহার করার অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়৷ ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ট্যুইটারে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘মেরুদণ্ড একটি সংস্থা৷ বিজেপি-র হয়ে কাজ করছে৷’

তার অভিযোগ, “রাজনৈতিক প্রতিহিংসা চলছেই। কলকাতা থেকে দিল্লী ও অন্যান্য অঞ্চলে বিজেপি এবং তাদের ‘সঙ্গী’ বিভিন্ন সরকারি সংস্থা বিরোধীদলগুলিকে হয়রান করছে। সিবিআই ড্রাইভারের অসতর্কভাবে গাড়ি চালানোর জন্য ২৪ ঘন্টার একজন সাংবাদিক আহত হয়েছেন, এখন তিনিহাসপাতালে। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন: “অখিলেশ যাদব থেকে মায়াবতী জি কাউকেই রেহাই দেওয়া হয়নি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবজায়গায় রাজনৈতিক প্রতিহিংসায় মত্ত বিজেপি। ওরা কি ভয় পেয়েছে? নাকি ওরা মরিয়া?”