জানুয়ারী ১৪, ২০১৯
নতুন চারটি শাখার পরিষেবাও সরকারি হাসপাতালে

প্রতিস্থাপনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নববর্ষের সুখবর – ফ্যামিলি মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন ও স্পোর্টস মেডিসিনের মতো নতুন চারটি শাখার পরিষেবাও সরকারি হাসপাতালে শুরু হতে চলেছে এ বছরই।
রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘মূলত স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার মধ্যে দিয়েই পরিষেবা দেওয়া হবে এই চারটি শাখায়। পড়ানো হবে এমডি কোর্স। পৃথক বিভাগ চালু করা আগে দরকার। সব ঠিক থাকলে চলতি বছরেই চারটি শাখা চালু হয়ে যাবে।’
তিনি জানান, জেরিয়াট্রিক মেডিসিন হবে এসএসকেএমে। লক্ষ্য আরজি কর ও মেডিক্যালও। স্পোর্টস মেডিসিন এসএসকেএমে। ফ্যামিলি মেডিসিন আর ইমার্জেন্সি মেডিসিন চালুর চেষ্টা হচ্ছে সব মেডিক্যাল কলেজেই। তবে চলতি বছরে এসএসকেএমে আর মেডিক্যালে হচ্ছেই।
সৌজন্যে: এই সময়