জানুয়ারী ৩১, ২০১৯
বইমেলায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর আরও ৭টি নতুন বই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নতুন ৭টি বই প্রকাশিত হল এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। এটি এই বইমেলার ৪৩তম বছর।
মুখ্যমন্ত্রীর লেখা কবিতার বই, ছড়ার বই, প্রবন্ধের বই ও উর্দু শায়েরির বই মেলায় প্রকাশিত হল।
সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের ডিরেক্টর ও বইগুলির প্রকাশক বলেন, গতবার বইমেলায় বেস্ট সেলার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইল চিত্র