সাম্প্রতিক খবর

জানুয়ারী ৪, ২০১৯

মৎস্য সঞ্চার প্রকল্পে উদ্যোগী রাজ্য সরকার

মৎস্য সঞ্চার প্রকল্পে উদ্যোগী রাজ্য সরকার

প্রতিদিন গঙ্গা থেকে প্রচুর মাছ ধরেন মৎস্যজীবীরা। তবে নদীতে তত পরিমাণ মাছ উৎপাদন হয় না। তাই মৎস্যজীবীদের কথা ভেবে উৎপাদন বাড়াতে উদ্যোগী হল রাজ্য মৎস্য দপ্তর। গঙ্গায় ছাড়া হয়েছে মাছের চারা।

মৎস্য সঞ্চার প্রকল্পে উদ্যোগী উত্তর চব্বিশ পরগনা জেলা মৎস্য দফতর। এই প্রকল্পে হালিশহর ডানলপ ঘাট থেকে বারাকপুর গান্ধীঘাট পর্যন্ত ছ’টি ঘাট বেছে নেওয়া হয়। প্রতি ঘাটে ২৮০০০ করে প্রচুর রুই, কাতলা, মৃগেলের চারা ছাড়া হয়েছে। উপকার পাবেন গঙ্গার মৎস্যজীবীরা।

পোকামাকড় খেয়ে নদী পরিষ্কার রাখে মাছ। নদীতে মাছের ঘাটতি হলে প্রভাব পড়বে বাস্তুতন্ত্রে। তাই নদীতে মাছ ছাড়ার উদ্যোগ পরিবেশ রক্ষায়ও সাহায্য করবে। গঙ্গা ছাড়াও ইছামতী নদীর চারটি ঘাটেও মাছের চারা ছাড়ার পরিকল্পনা নিয়েছে মৎস্য দপ্তর।