জানুয়ারী ৩১, ২০১৯
ওদের অস্ত্র সন্ত্রাস, আমাদের শান্তি ও সংহতিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাতগাছিয়ার বাখরাহাটে বড় কাছারি মন্দিরের সুসজ্জিত প্রবেশ দ্বারের উদ্বোধন করলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের ধর্ম মানবধর্ম। আর বিজেপির ধর্ম ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ওদের হাতিয়ার সন্ত্রাস, তলোয়ার আর জয় শ্রী রামের ফেট্টি আর দাঁ। তৃণমূলের হাতিয়ার শান্তি আর সংহতি। তাই আগামী দিনে বাংলাই ভারতকে পথ দেখাবে।’
তিনি আরও বলেন, ‘গত বছর মার্চ মাসে প্রবেশ দ্বারের কাজ শুরু হয়েছিল। মাত্র ১০ মাসের মধ্যে ঐতিহাসিক এই প্রবেশদ্বারের কাজ সম্পন্ন হয়েছে। যেদিন সাংসদ হিসেবে শপথ নিয়েছিলাম, সেদিনই ভেবেছিলাম এই কাজ করার কথা। একই সঙ্গে মন্দিরের সামনের রাস্তার কাজও করেছি। আগামী দিনে ৫৬ লক্ষ টাকায় সৌন্দর্যায়নের কাজও করা হবে। কাজ হবে পীর বাবার মাজারেরও। ভাল জিনিস আমরা গ্রহণ করি। আর খারাপ জিনিস বর্জন করি। একদল মানুষ রাজ্যের উন্নয়নের যাত্রাকে স্তব্ধ করতে চাইছে। আর আমরা মপ্নে করি সবার ওপরে মানুষ সত্য। মানুষের পরিষেবার জন্যই এই উন্নয়ন করা হচ্ছে। পর্যটন দপ্তরের আর্থিক সহযোগিতায় এই কাজ সম্পন্ন হল।’