জানুয়ারী ৭, ২০১৯
সড়কপথে এবার সরাসরি যাওয়া যাবে কলকাতা থেকে বকখালি

নতুন বছরের শুরুতেই নতুন উপহার পেল কলকাতা। সড়কপথে এবার কলকাতা থেকে বকখালি ১৮০ কিলোমিটার রাস্তা দ্রুত যাওয়া যাবে। এতদিন কলকাতা থেকে এসে হাতানি দোয়ানি নদীর পাড় থেকে ভেসেলে নদী পেরিয়ে যেতে হত সমুদ্র সৈকতে।
নদীটির ওপর বহু প্রতীক্ষিত সেতুর কাজ প্রায় শেষ। দুই পাড়ে তিন মিটার করে ছ-মিটার জুড়লেই বকখালি ফ্রেজারগঞ্জ দ্বীপ মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে যাবে। শুধু পর্যটন নয়, যাত্রী পরিবহনেও নবদিগন্ত তৈরী করবে এই সেতুটি। নদীর ওপর সেতুটির অংশ ৩৪০ মিটার। কিন্তু দুদিকের অ্যাপ্রোচ রোড মেলালে সব মিলিয়ে ৩.৪ কিলোমিটার লম্বা সেতু।
এই ব্রিজ গড়তে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় – সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজ। একনজরে দেখলে মনে হবে এটি দ্বিতীয় হুগলি সেতুর সংস্করণ।
সম্পূর্ণ অন্য ধরনের প্রযুক্তিতে এই সেতু গড়া হল। যাতে জাহাজ চলাচল করতে পারে সেজন্য বেশ কিছুটা উঁচু করা হয়েছে সেতুটি।
সৌজন্যে: সংবাদ প্রতিদিন