সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৩, ২০১৯

দীঘায় অনুষ্ঠিত হল লোক উৎসব

দীঘায় অনুষ্ঠিত হল লোক উৎসব

দীঘায় অনুষ্ঠিত হল তিনদিনব্যাপী লোক উৎসব। ১১ই জানুয়ারি এই উৎসব শুরু হয়। আজ শেষ দিন। দ্বিতীয় বছরে পড়ল এই লোক উৎসব।

এই উৎসবে হস্তশিল্পের প্রদর্শনী করা হয়। কেনার ব্যবস্থাও ছিল। এছাড়া অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত লোকশিল্পীরা উপস্থাপন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলি পটচিত্র এবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত। এই দুই শিল্পের জন্য জিআই ট্যাগও পেয়েছে রাজ্য। পটাশপুর, রামনগর, ভগবানপুর, ময়না থেকে মাদুর শিল্পীরা এই উৎসবে আসেন। এই শিল্পীদের অনেকেই কর্মশালায় অংশ নেন।

হস্তশিল্পীদের জন্য নেওয়া রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তর ইউনেস্কোর সহযোগিতায় ১০টি গ্রামীণ শিল্প হাব তৈরী করেছে। এর ফলে ৩০ হাজার হস্তশিল্পী উপকৃত হয়েছেন। গ্রামীণ শিল্প ও সাংস্কৃতিক হাব তৈরী হওয়ার ফলে ১২,০০০ গ্রামীণ শিল্পী উপকৃত হয়েছেন।

এছাড়া লোকশিল্পীদের জন্য সরকার লোকপ্রসার প্রকল্প চালু হয়েছে। এই মুহূর্তে প্রায় ২ লক্ষ শিল্পী মাসিক ভাতা পান রাজ্য সরকারের কাছ থেকে। তারা সরকারের কাছ থেকে বাদ্যযন্ত্রও পেয়েছেন। সরকারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও পান তারা এবং সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারও করেন তারা।