জানুয়ারী ৯, ২০১৯
ক্রেতা সুরক্ষা আদালত খুলল রাজারহাটে

রাজ্য ক্রেতা বিষয়ক দপ্তর রাজারহাটে একটি ক্রেতা আদালত খুলেছে। আদালত ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে এবং পরিকাঠামোও আধুনিক। উদ্বোধন হল ৩রা জানুয়ারি।
এর ফলে বিধাননগর পুলিশ কমিশনারেট, দমদম ও থানার অন্তর্গত অঞ্চলের অনুর্ধ কুড়ি লক্ষ টাকার উপোভক্তা বিরোধ নিষ্পত্তির জন্য ক্ষতিগ্রস্ত উপভোক্তাকে আর বারাসাতে যেতে হবে না।