সাম্প্রতিক খবর

জানুয়ারী ৮, ২০১৯

ইন্টারনেটে কেন্দ্রের হস্তক্ষেপ, উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

ইন্টারনেটে কেন্দ্রের হস্তক্ষেপ, উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

ইন্টারনেটে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়ে আজ উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফেসবুকে পোস্ট করে বলেন, কেন্দ্রীয় সরকার হঠাৎ ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করার জন্য কেন উঠে পরে লেগেছে? এই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত ও আশঙ্কিত।

মুখ্যমন্ত্রী লেখেন, “ইন্টারনেট বিষয়ক আইনগুলিতে বিজেপি যেসব সংশোধন আনতে চায়, সে বিষয়ে আমি পড়ছিলাম। আমার মনে হয়, কেন্দ্রের খারাপ নীতির বিরুদ্ধে সমালোচনা ও মুক্তচিন্তার কারণে বিজেপি চিন্তাগ্রস্ত।”

মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন। “আমরা জিজ্ঞেস করতে চাই কেন মোদি সরকার সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বিগ্ন? এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই তো তারা বিরোধীদের আক্রমন করে ২০১৪ সালে নির্বাচনে জিতেছিল। নির্বাচনের আগে আইন পরিবর্তনের কি প্রয়োজন? তারা কি কন্ঠরোধ করতে চাইছে?”

তিনি আরও বলেন, তারা এখন কি এই জন্য ভয় পাচ্ছে যে সোশ্যাল মিডিয়া এখন আসল মিডিয়ায় পরিণত হয়েছে, যেখানে সাধারন মানুষ তাদের মনোভাব খোলামেলা ভাবে প্রকাশ করতে পারেন?

মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজনৈতিক দলকে অনুরোধ করেন, এই গুরুত্বপূর্ণ সময়ে কেন্দ্রের এই ত্রুটিপূর্ণ নীতির বিরোধীতা করতে। তিনি তৃণমূলের সাংসদদের নির্দেশ দেন সংসদে এই বিষয়টি তুলে ধরতে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভারতবর্ষের গণতন্ত্র এবং মানুষের সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের অধিকার বিপন্ন হতে দিতে পারি না।