সাম্প্রতিক খবর

জানুয়ারী ১১, ২০১৯

সিবিআইকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

সিবিআইকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক কারণে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। বিজেপি পার্টি অফিস থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে। এমন অভিযোগ করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, রিজার্ভ ব্যাঙ্কও অনেকটা সেরকম কাজ করছে।

“কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছে। আয়ুষ্মান প্রকল্পে রাজ্যের ভাগ থাকা সত্ত্বেও তারা প্রকল্পটি নিজেদের বলে চালাচ্ছে। রাজ্যের বিষয়ে কেন্দ্র নাক গলাচ্ছে। দেশে সুপার এমার্জেন্সি চলছে। সংসদের উভয় কক্ষে জোর করে বিল পাস করানো হচ্ছে,” বলেন তিনি।

নাগরিকত্ব আইন প্রসঙ্গে তিনি বলেন, “গুজরাটে কি হয়েছিল? বিহার ও উত্তরপ্রদেশ বাসীদের তাড়িয়ে দেওয়া হয়েছে। অসমে নাগরিকপঞ্জির নামে বাঙালি, বিহারী, উত্তরপ্রদেশ বাসী, তামিলদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ২৩ লক্ষ হিন্দু বাঙালী কেও তাড়ানোর চেষ্টা চলছে। এই প্রবণতা খুব খারাপ।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমার দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু, নাগরিকদের যদি দেশের বাইরে বার করে দেওয়া হয়, প্রকৃত নাগরিকরা গৃহহীন হয়ে পড়বে। দেশের যে কোনও নাগরিক দেশের যে কোনও রাজ্যে বসবাস করতে পারেন, কাজ করতে পারেন।”

তিনি আরও বলেন, আমরা অসম ও ত্রিপুরাবাসীদের পাশে আছি। যদি অসহায় মানুষ আমাদের কাছে সাহায্য চায়, আমরা তা করব।