জানুয়ারী ১৬, ২০১৯
১লা থেকে ৩রা ফেব্রুয়ারি বিচ ফেস্টিভ্যাল সৈকতে

বাংলার সৈকত পর্যটনকে পর্যটকদের সামনে তুলে ধরতে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর জুড়ে বসছে বেঙ্গল বিচ ফেস্টিভ্যালের আসর৷ এই বিচ ফেস্টিভ্যাল বা সৈকত, উৎসবে পর্টকরা আনন্দ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহন করতে পারবেন৷
পর্যটকরাও যাতে এই উৎবের শুধু দর্শক না থেকে অংশ নিতে পারেন তার জন্যে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উৎসব উপলক্ষে৷ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, রাজ্য পর্যটন দপ্তর, দিঘা শংকরপুর উন্নয়ন পর্যদ ও আইএন্ডসিএ দপ্তরের যৌথ উদ্যোগে তিন দিনের এই বেঙ্গল বিচ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে৷
এই রাজ্যের সৈকত পর্যটনের আকর্ষণ আরও বাড়াতে এই ফেস্টিভ্যালের আয়োজন। তিন দিনের এই উৎসবে বিচ ভলিবল প্রতিযোগিতা, বিচ ম্যারাথন, স্পট কুইজ, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ঢাক বাজানোর প্রতিযোগিতা ও ফেস্টিভ্যালের থিম সং গ্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ পর্যটকরা এই সব প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন!
এ ছাড়া উৎসবের কদিন পর্যটকদের জন্যে ওয়াটার স্পোর্টস,হেলিকগ্টার জয় রাইড,সেল্ফি জোন ও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিচ ফেস্টিভ্যালের সঙ্গে সি ফুড ফেস্টিভ্যালের আসরও বসবে। পর্যটকরা নানা ধরণের চেনা অচেনা সামুদ্রিক মাছের নানা ধরণের পদের স্বাদ চেখে দেখতে পারবেন৷
সৌজন্যেঃ খবর ৩৬৫দিন