সাম্প্রতিক খবর

জানুয়ারী ৬, ২০১৯

তন্তুজ দেখছে লাভের মুখ - সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়

তন্তুজ দেখছে লাভের মুখ - সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন লাভের মুখ দেখছে তন্তুজ। বাংলার তন্তুশিল্পের পুনরুজ্জীবনের জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার, যার ফলে লক্ষ্মীলাভ তন্তুজ-র।

বাজারের চাহিদামত আধুনিক ডিজাইনের জামাকাপড় তৈরী করার ফলে লাভের মুখ দেখল তন্তুজ। পাশাপাশি দামও রাখা হয়েছে সাধারণের সাধ্যের মধ্যে। শুধুমাত্র দুর্গাপুজোর সময়ই সারা বছরের ২০ শতাংশ বিক্রী হয়েছে তন্তুজ-র। শাড়ি ছাড়াও এখন জ্যাকেট, স্কার্ফও পাওয়া যায়।

সারা রাজ্যে তন্তুজ-র ৮৪টি বিপণন কেন্দ্র আছে। বাংলার বাইরে দেশ-বিদেশের বাজার ধরতে ২০১৬ সালে কয়েকটি ই-কমার্স সংস্থার সঙ্গে হাত মেলায় তন্তুজ।

২০১৬ সালের দুর্গাপুজোর সময় বিভিন্ন বিপণন কেন্দ্রের মাধ্যমে ১৪.৫ কোটি টাকার ব্যবসা হয় তন্তুজ-র। ২০১৭ সালে তা বেড়ে হয় ১৮.৫ কোটি টাকা। ২০১৮তে তা বেড়ে হয়েছে ২৫ কোটি টাকা। পাশাপাশি অনলাইনেও ব্যবসা বাড়ছে এই সংস্থার। ২০১৭ সালের পুজোর মরশুমে বিক্রী হয় ১০ কোটি টাকার সামগ্রী এবং ২০১৮ সালে তা বেড়ে হয় ১৯ কোটি টাকা।

রাজ্য বস্ত্র দপ্তরের এক আধিকারিক বলেন, ২০১৭-১৮ সালের অর্থবর্ষে তন্তুজ ব্যবসা করে ২০৫ কোটি টাকার এবং লাভ হয় ১০.২৬ কোটি টাকা।

প্রসঙ্গত, বাম আমলের শেষ অর্থবর্ষে অর্থাৎ ২০১০-১১ সালে তন্তুজ ১২.৬৯ কোটি টাকার লোকসান করে। ২০১১-১২ সালে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের প্রথম বর্ষে, তন্তুজ ৬৯ লক্ষ টাকা লাভ করে।