সাম্প্রতিক খবর

জানুয়ারী ৬, ২০১৯

১০০ দিনের কাজ কেন্দ্রের শিরোপা রাজ্যকে

১০০ দিনের কাজ কেন্দ্রের শিরোপা রাজ্যকে

নতুন বছরের শুরুতেই সুখবর এল৷ এমজিনারেগা বা গ্রামের লোকেদের একশো দিনের কাজ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই যে দেশের শীর্ষে, তা জানিয়ে দিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷

রাজ্যসভা সাংসদের প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রী বলেছেন, ২০১৭-১৮-তে পশ্চিমবঙ্গের পাঁচ লাখ ৫৮ হাজার পরিবার নারেগাতে পুরো একশো দিন কাজ পেয়েছেন৷ আর নারেগা-তে সবথেকে বেশী কাজের দিন সৃষ্টি করা এবং সবথেকে বেশী খরচ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই প্রথম৷ এটা ২০১৭-১৮ সালের হিসাব৷ এই সময়ে পুরো দেশে ২৯ লাখ ৫৬ হাজার পরিবার নারেগায় একশো দিন কাজ পেয়েছেন৷

তৃণমূল সাংসদের দাবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দক্ষতার কথা স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার৷ এমনিতে তারা রাজ্যের আর্থিক দাবীর প্রতি কোনওরকম কর্ণপাত করেনি৷ মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও কোনওরকম সাহায্য করতে তারা রাজি হয়নি৷ কিন্তু এমজিনারেগার কৃতিত্ব স্বীকার করতে তাঁরা বাধ্য হল৷ এটাই দেখিয়ে দিচ্ছে, জনকল্যাণমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে আছেন৷

এমজিনারেগা প্রকল্পটি গ্রামের গরিবদের জন্য অত্যন্ত কার্যকর ও সাহায্যকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই প্রকল্প রূপায়ণের ওপর খুবই জোর দেন৷ মুখ্যমন্ত্রী নিজে গরিবমুখী বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন, বেশ কিছু কেন্দ্রীয় পরিকল্পনা তিনি সফল ভাবে রূপায়ণ করছেন৷

গরিবদের দু টাকায় চাল এবং গম দেওয়া, কন্যাশ্রী থেকে শুরু করে তালিকায় অনেক নামই আছে৷ কিন্তু নারেগার ক্ষেত্রে রাজ্যের সাড়ে পাঁচ লাখের ওপর মানুষকে পুরো একশো দিনের কাজ দিয়ে এবং সবথেকে বেশী মানবদিবস তৈরী করে, সবথেকে বেশী টাকা খরচ করে তিনি রেকর্ড গড়লেন৷

সৌজন্যেঃ এই সময়