সাম্প্রতিক খবর

জানুয়ারী ১১, ২০১৯

ম্যালেরিয়া রুখে কেন্দ্রের কুর্নিশ পেলেন মুখ্যমন্ত্রী

ম্যালেরিয়া রুখে কেন্দ্রের কুর্নিশ পেলেন মুখ্যমন্ত্রী

ম্যালেরিয়ার মোকাবিলায় রাজ্যের সাফ্যলের স্বীকৃতি মিলল কেন্দ্রের তরফে। ম্যালেরিয়া মোকাবিলায় বাংলার কাজের ভূয়সী প্রশংসা করলেন ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অ্যাডিশনাল ডিরেক্টর। সেই সঙ্গে বিশেষ ভাবে প্রশংসা করলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও।

রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপের ফলেই বাংলায় ম্যালেরিয়ার প্রকোপ কমানো গিয়েছে প্রায় ৭০ শতাংশ৷ সারা দেশে যেখানে ম্যালেরিয়া কমেছে ৫৫ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গের সাফল্যের হার আরও বেশী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই এসেছে এই সাফল্য।

কেন্দ্রীয় সরকারের হিসেবেও গত কয়েক বছরে রাজ্যে ম্যালেরিয়া-চিত্রে সাফল্য ধরা পড়েছে৷ যেখানে ২০১৫-য় মৃতের সংখ্যা ছিল ৩৪, সেখানে ২০১৮-য় হয়েছে ৪।

রাজ্য সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগে ধারাবাহিক ভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী চলছে বাংলা। যার মাধ্যমে ম্যালেরিয়া-প্রবণ প্রত্যন্ত এলাকায় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। চিকিৎসা ব্যবস্থাও উন্নত হয়েছে। যার সুফল পাওয়া যাচ্ছে এখন।

সৌজন্যেঃ এই সময়