সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৫, ২০১৯

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের একাধিক জনমুখী প্রকল্প

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের একাধিক জনমুখী প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পে লক্ষ লক্ষ যুবক যুবতী আজ অর্থনৈতিকভাবে উপকৃত।

দেখে নেওয়া যাক প্রকল্পগুলি-

বেকার যুবক যুবতীদের জন্য স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প

১. আত্মমর্যাদা (একক অথবা ৪জন পর্যন্ত সদস্যের গ্রুপ) – ১০ লক্ষ টাকা পর্যন্ত যে কোনও প্রকল্প

২. আত্মসম্মান (৫ অথবা তাঁর অধিক সদস্যের গ্রুপ) – ২৫ লক্ষ টাকা পর্যন্ত যে কোনও প্রকল্প

এই প্রকল্পে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার নীচে হতে হবে। অর্থসংস্থানের ৫ শতাংশ আবেদনকারীকে দিতে হবে। ২০শতাংশ রাজ্য সরকারের অনুদান (একক প্রকল্পে সর্বাধিক ১.৫লক্ষ টাকা, যৌথ প্রকল্পে সর্বাধিক ৩.৫ লক্ষ টাকা)। বাকি ৬৫ শতাংশ অথবা অবশিষ্ট অর্থ রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋণ হিসেবে দেওয়া হবে।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অর্থনৈতিক সাহায্য দানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প – সুদ ভর্তুকি প্রকল্প

নিয়মিত ব্যাঙ্কের ঋণ পরিশোধ করলে এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলির নেওয়া ব্যাঙ্ক ঋণের উপর স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে মাত্র ২ শতাংশ হারে সুদ। সুদ ভর্তুকির অংশ সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের খাতায় জমা করা হবে।

স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর বিক্রয়ের সুবিধার্থে – কর্মতীর্থ

স্বনির্ভর গোষ্ঠীর তৈরী পণ্যসামগ্রী বিপণনের উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ বিভিন্ন জেলার ব্লক এবং মহকুমায় এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র (কর্মতীর্থ) গড়ে তোলার কর্মসুচী গ্রহণ করেছে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে স্টল বণ্টন করা হবে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বীমা যোজনা প্রকল্প – সমাজ সাথী

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সামাজিক নিরাপত্তা দানের উদ্দেশ্যে জেলায় জেলায় স্মার্ট কার্ডের দুর্ঘটনাজনিত বীমা যোজনা চালু করা হয়েছে। প্রতি সদস্য ব্যক্তিগতভাবে ২ লক্ষ টাকা বীমার আওতায় থাকবেন। এই বীমার জন্য সদস্যদের কোনও প্রিমিয়াম দিতে হবে না। রাজ্য সরকার প্রিমিয়াম-এর সম্পূর্ণ খরচ বহন করবে।