জানুয়ারী ১৩, ২০১৯
আরও নতুন ২৭টি নার্সিং ও ধাত্রীবিদ্যার প্রতিষ্ঠান রাজ্যে

রাজ্যের আরও নতুন ২৭টি নার্সিং ও ধাত্রীবিদ্যার প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যের পরিকাঠামো আরও ভালো করে সাজাতেই এই উদ্যোগ।
বর্তমানে রাজ্যে ৮৯টি নার্সিং ও ধাত্রীবিদ্যার প্রতিষ্ঠান আছে। আরও ২৭টি যুক্ত হলে, সংখ্যাটি ১১৬তে পৌঁছবে। এর ফলে নার্সিংয়ের ক্ষেত্রে ৮৯০টি আসন সংখ্যা বাড়বে। আসন সংখ্যা ২১৭৫ থেকে বেড়ে ৩০৬৫ হবে।
এই নতুন ২৭টি প্রতিষ্ঠানের জন্য ৮৯০টি সরকারি পদ তৈরী হবে।
নার্সিং ও ধাত্রীবিদ্যা তিন বছরের ডিপ্লোমা কোর্স। কাউন্সিল দু বছরের অক্সিলিয়ারি নার্সিং ধাত্রীবিদ্যার কোর্সও করায়।
নার্সিং শিক্ষায় উন্নয়নের জন্য ২০১৭-১৮ সালের বাজেটে সরকার ৫৭ কোটি টাকা ধার্য করেছে। এই শিক্ষাবর্ষে ২১৭৫ জন পড়ুয়া ভর্তি হয়েছে। ৫২ জন নার্সিং এমএসসি তে, ৪৪৪ জন নার্সিং বিএসসি তে। ২০১৭ সালে নার্সিং ও ধাত্রীবিদ্যার নতুন পাঁচটি কোর্স চালু হয়। প্রতিটি কোর্সের আসন সংখ্যা ৬০টি।
নার্সিং পড়তে ইচ্ছুকদের জন্য রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসুচী চালু করেছে। প্রায় ১০,০০০ নার্সকে কমিউনিটি স্বাস্থ্য অফিসার হিসেবে জেলা ও মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্ত করা হবে।