সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৫, ২০১৯

৮ হাজারের বেশী কর্মী নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর

৮ হাজারের বেশী কর্মী নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর

নতুন বছরে আবারও সুখবর। আট হাজারের বেশী কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর, ডেপুটি সুপার প্রমুখ অজস্র ক্যাডারের কর্মী আছেন।

স্বাস্থ্য দপ্তর এবং ডব্লুবিএইচআরবি সূত্রের খবর, এই ৫৭০০ নার্সের মধ্যে মহিলা ও পুরুষ জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক নার্স সহ সব ধরনের নার্সই রয়েছেন। ৯ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা।

প্রথম পর্যায়ে কমবেশী ৭০জন পুরুষ নার্সও নিয়োগ করা হবে। মানসিক রোগ, অর্থোপেডিক সহ বেশ কিছু জায়গায় পুরুষ নার্সরা তুলনায় বেশী স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। নিয়োগের পর এই দুই বিভাগ ছাড়াও কমবেশী সমস্ত বিভাগেই পাঠানো হবে মেল নার্সদের। বাদ শুধু স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ। অশোকনগর এবং বাঘাযতীন— এই দুই সরকারি নার্সিং স্কুলে পুরুষ নার্সদের জিএনএম পড়ানো হয়। তাই আপাতত জোগানে সমস্যা হবে না। যত দিন যাবে, ওয়ার্ডে মেল নার্সদের সংখ্যাও সমানুপাতিক হারে বাড়ানো হবে।

লাগাতার চিকিৎসক নিয়োগের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে ডব্লুবিএইচআরবি। সরকারি হাসপাতালে চাকরিতে যোগদানে ইচ্ছাপ্রকাশ করে গড়ে ২০০জন ডাক্তার মাসে মাসে আবেদন করছেন। এ বছরের গোড়াতেও জিডিএমও বা জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং বিশেষজ্ঞ— এই দুই ধরনের চিকিৎসক নিয়োগের জন্যই বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এর মধ্যে ১২৪৭জন বিশেষজ্ঞ এবং কমপক্ষে ৪০০জন জিডিএমও আছেন। ১২৪৭জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে সবচেয়ে বেশী ২১০জন অ্যানাসথেসিস্ট।

এছাড়া সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে বেশী দরকার জেনারেল সার্জেন (১৬৫জন), জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ (১৫৬জন), রেডিওলজিস্ট (১০৩জন), অর্থোপেডিক সার্জেন (৯৭জন), ইএনটি বিশেষজ্ঞ (৮৮জন) প্রমুখ চিকিৎসক। জিডিএমও নেওয়ার কথা কমপক্ষে ৪০০জন। সংখ্যাটি আরও বাড়তে পারে।এছাড়া ৩৭০জন ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ৯১জন আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, দু’জন আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর, ১৫০জন ফিজিওথেরাপিস্ট, একজন ডেপুটি সুপার পদাধকিারীকেও শীঘ্রই নিয়োগ করার কথা।

সৌজন্যেঃ বর্তমান