সাম্প্রতিক খবর

জানুয়ারী ২, ২০১৯

উপকূলের মৎস্যজীবীদের জন্য স্পেসালাইজড রেস্কিউ বোট আনছে রাজ্য সরকার

উপকূলের মৎস্যজীবীদের জন্য স্পেসালাইজড রেস্কিউ বোট আনছে রাজ্য সরকার

সমুদ্রের মৎস্যজীবীদের জন্য, বিশেষত যেসব মৎস্যজীবীরা ১২ নটিকাল মাইলের বেশী গভীরে সমুদ্রে মাছ ধরতে যান, তাদের জন্য রাজ্য মৎস্য দপ্তর স্পেসালাইজড রেস্কিউ বোট আনতে চলেছে।

এই স্পেসালাইজড রেস্কিউ বোটে সুরক্ষার জন্য দুটি বিশেষ প্রযুক্তি থাকছে – অ্যান্টি ড্রাউনিং টেকনোলজি এবং লাইভ ট্র্যাকিং সিস্টেম।

অ্যান্টি ড্রাউনিং টেকনোলজি এই নৌকোটিকে জলে ডোবা থেকে রক্ষা করবে এবং লাইভ ট্র্যাকিং সিস্টেম কর্তৃপক্ষকে নৌকোগুলিকে ঝড়, দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করবে।

এই নতুন নৌকোগুলি রাখার জন্য বিভিন্ন বন্দরে বিশেষ জায়গা থাকবে। এই নৌকোগুলি মৎস্য দপ্তর বিলি করবে। যদিও এই নৌকোর লাইসেন্স দেবে বন দপ্তর।