জানুয়ারী ২, ২০১৯
গবেষণার ফল তৃণমূল স্তরে পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য

বিজ্ঞানের নানা দিক নিয়ে গবেষণার ফল যাতে সমাজের তৃণমূলস্তরে পৌঁছোয়, সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার৷ রাজ্যে যত বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটির সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলাই মূল লক্ষ্য৷ এই লক্ষে ৩৯টি প্রতিষ্ঠানের ৮৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্তী৷
বৈঠকে বিভিন্ন গবেষণাকেন্দিক শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে খড়গপুর আইআইটি, শিবপুর আইআইইএসটি, দুর্গাপুর এনআইটি-র মত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অধিকর্তারাও ছিলেন৷ মন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য, গবেষণার সুফল যেন সমাজের প্রান্তিক স্তরে বসবাসকারী মানুষটির কাছে পৌঁছোয় ৷ এই লক্ষ্যপূরণে কী করে বিজ্ঞানের প্রচার ও প্রসার করতে পারি, এদিন তা নিয়েই কথা হয়েছে ৷ ওঁরা মতামত, সমস্যার কথা জানিয়েছেন ৷ আমরা সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করব৷ একটা রোডম্যাপ তৈরী করা হবে !’
দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠান উপকৃত হবে, এমন প্রস্তাবগুলি আগে কার্যকর করা হবে৷ যেমন, গবেষণায় কাজে লাগে এমন তথ্যসমৃদ্ধ একটা তথ্যভাণ্ডার, যা সবাই ব্যবহার করতে পারবে, একে অন্যের পরিকাঠামো এবং যন্ত্রপাতি ব্যবহারের মতো সুপারিশও অগ্রাধিকার পাবে৷
সৌজন্যেঃ আজকাল