সাম্প্রতিক খবর

জানুয়ারী ৯, ২০১৯

চেকের মাধ্যমে ধান কেনার সূচনা রাজ্য সরকারের

চেকের মাধ্যমে ধান কেনার সূচনা রাজ্য সরকারের

কৃষকদের ঠকিয়ে কেউ ধান কিনতে চাইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার৷ প্রয়োজনে রাত বারোটা পর্যন্ত সরকারি ধান ক্রয় সেন্টার খুলে রাখা হবে৷ এবার থেকে ধান বিক্রী করে হাতে চেক নিয়ে যাবেন কৃষকরা৷ সারা দেশের মধ্যে বাংলাতেই সর্বপ্রথম এই ব্যবস্থা চালু হল৷

বাগনান-১ ব্লকের অন্তর্গত কিষান মাণ্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে সরাসরি চেকের মাধ্যমে কৃষকদের কাছ থেকে খারিফ মরসুমের ধান কেনার সূচনা করে একথা বলেন খাদ্যমন্ত্রী৷ তিনি বলেন, একজন কৃষকও যেন চোখের জল না ফেলেন, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে৷ এইজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৫২ লক্ষ মেট্রিক টন ধান কেনার জন্য ৮ হাজার ৩৯ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন৷ প্রয়োজনে ধান কেনার পরিমাণ আরও বাড়ানো হবে৷

খাদ্যমন্ত্রী বলেন, গত দু’বছর এফসিআই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চাল দেওয়া বন্ধ করে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিশুদের কথা ভেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চাল সরবরাহ করার নির্দেশ দিয়েছেন৷ এই বাবদ রাজ্য সরকার এফসিআইয়ের কাছ থেকে ৪০০ কোটি টাকা পায়| এফসিআই এখনও পর্যন্ত সেই টাকা পরিশোধ করেনি৷

তিনি বলেন, যে জেলা থেকে ধান কেনা হবে তা সেই জেলার মানুষের প্রয়োজনেই লাগানো হবে৷ কোনও জেলার ধান উদ্বৃত্ত হলে তা অন্যত্র বিক্রী করা হবে৷