জানুয়ারী ২২, ২০১৯
উত্তরবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার

২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর জুলাই মাসে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উন্নতির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করেন। পরবর্তীকালে কালিম্পং জেলাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কিছু সাফল্যঃ
উত্তরকন্যাঃ
জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাঞ্চ সেক্রেটারিয়েট বিল্ডিং ‘উত্তরকন্যা’ তৈরী করেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি এর উদ্বোধন হয়।
৩৬১টি প্রকল্পঃ
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ব্যয়ে ৩৬১টি প্রকল্প সম্পন্ন হয়েছে।
সেতু নির্মাণঃ
বিজনবাড়ি, দার্জিলিং-এ বেলী ব্রীজ,
চোপরা ব্লকে ভাটনালা ব্রীজ, লাহিলে ব্রীজ,
গোয়ালপোখার ২ নম্বর ব্লকে পিটানি নদীর উপর নেতারঘাট ব্রীজ,
উত্তর দিনাজপুরের হেমতাবাদে কাহালাই চ্যানেলে ব্রীজ,
দুটি আরসিসি সেতু নির্মাণ করা হয়েছে খোলাচাদ ফাফরি গ্রামের কাছে ও ছোট ফাফরি গ্রামে হাঁসখালি সেতু তৈরী হয়েছে চোপরায়,
ধুপগুড়িতে ঝুমুর ও কালুয়া নদীতে সেতু নির্মাণ,
শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে মরা রায়ডাক নদীর ওপর সেতু নির্মাণ, কোচবিহারে সেতু নির্মাণ, পারহরিপুরে সুই নদীতে সেতু নির্মাণ,
কছুয়া হাই মাদ্রাসায় গামারি নদীর ওপর সেতু নির্মাণ,
ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকে যুগভিতায় সাহু নদীর ওপর সেতু নির্মাণ।
রাস্তা নির্মিতঃ
উত্তর দিনাজপুরে চুড়ামোহন-লালগঞ্জ, বাইতোলা-জয়হাট, বারোদীঘিঘাট-লালগঞ্জ সড়ক, ইস্টার্ন বাইপাস হয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বিকল্প রাস্তা, সাহুডাঙি, আমবাড়ি ফালাকাটা, বেলাকোবা এবং গোসালায় রাস্তা হয়েছে।
শিক্ষা প্রকল্পঃ
কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় (প্রথম পর্যায়)
কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজ (প্রথম পর্যায়)
কুমারগঞ্জ, কুশমান্ডি, চোপরা ও খরিবাড়িতে চারটে আইটিআই কলেজ
ধুপগুড়ি, ঘোকসাডাঙা, নিশিগঞ্জ, বানারহাট (হিন্দী), মানিকচক, চোপরা, কুমারগঞ্জ, নক্সালবাড়ি, ঘোষপুকুরে নটি সরকারি কলেজ
রাজগঞ্জ কলেজ, দেওয়ানহাট কলেজ, বক্সীরহাট কলেজ, এপিসি কলেজের সম্প্রসারণ
বীরপাড়ায় ফতেমা অ্যান্ড মেরি গোরেথি স্কুলের উন্নয়ন
ফালাকাটার লীলাবতী কলেন, হলদিবাড়ির সুভাষ মহাবিদ্যালয়, আলিপুরদুয়ারের বীরপাড়া কলেজের মেরামতি ও সংস্কার এবং সম্প্রসারণ
ক্রীড়াঃ
জলপাইগুড়ির স্পোর্টস ভিলেজের উন্নয়ন
আলিপুরদুয়ারে ৫০০০ আসনের ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ
কোচবিহারের এমজেএন স্টেডিয়াম ও মালদার বৃন্দাবনি মাঠের কম্পাউন্ডে আলো লাগানো এবং ফ্লাডলাইটের স্থাপন
পর্যটনঃ
দার্জিলিঙের লামাহাটায় পর্যটন হাব তৈরী
কালিম্পঙের তাশিডিং ট্যুরিস্ট লজ, হিল টপের মর্গান হাউসের মেরামতি ও সংস্কার
জলদাপাড়া ও মূর্তিতে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা
আলিপুরদুয়ারের চিলাপাটা গ্রাম তৈরী
কোচবিহারের দমদমা ঝিলের আশেপাশে ইকো ট্যুরিজম এবং পিকনিক স্পট তৈরী হয়েছে
আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড তৈরী করা হয়েছে
শিলিগুড়ির সূর্য সেন পার্ক চত্ত্বরে টয় ট্রেন আনা হয়েছে
সংস্কৃতিঃ
রায়গঞ্জের রবীন্দ্র ভবনের সংস্কার
জল্পেশ গেস্ট হাউসের পাঁচিল নির্মাণ ও উঁচু করা
কোচবিহারের হলদিবাড়ির একরামিয়া ইসেল সওয়াব মাজার শরীফের পরিকাঠামো সংস্কার
শিলিগুড়ির দিনবন্ধু মঞ্চের সংস্কার
শিলিগুড়ির শক্তিগড়ের রবীন্দ্র ভবনের সংস্কার
কোচবিহারে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণ
দার্জিলিঙের মংপুতে রবীন্দ্র ভবনে নির্মাণ ও সংস্কার
পরিকাঠামো উন্নয়নঃ
দাবগ্রামে শান্তিনগর ভূগর্ভস্থ নিকাশী প্রকল্পের উন্নয়ন
নক্সালবাড়ির হাতিঘিসায় মাল্টি ডিসিপ্লিনারি অসামরিক প্রতিরক্ষা কেন্দ্রের নির্মাণ কাজ
মালদায় সেন্ট্রাল বাস টার্মিনাস নির্মাণ
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স (প্রথম পর্যায়) নির্মাণ
গাড়িধুরায় পুলিশের আউটপোস্ট এবং সুখিয়াপোখরিতে পুলিশ ষ্টেশনের নির্মাণ
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন রিচমন্ড হিলের মেরামতি ও সংস্কার
ফাঁসিদেওয়ার বিধাননগরে ডিএসপি ট্রাফিকের অফিস ও পুলিশ ব্যারাক বিশিষ্ট দ্বিতল বাড়ি নির্মাণ
সুকনা ফরেস্ট রেস্ট হাউসে মেরামতি, সংস্কার এবং বিদ্যুৎ সংযোগের কাজ
মাটিগারায় হিমাঞ্চল বিহারে (দ্বিতীয় পর্যায়) ছতল গেস্ট হাউস নির্মাণ
বুনিয়াদপুর এবং হরিরামপুরে (মার্কেট সমেত) বার টার্মিনাল নির্মাণ
কোচবিহার জেলায় ১১টি বাজারের পরিকাঠামো তৈরী করা হয়েছে
পানীয় জলের প্রকল্পঃ
নক্সালবাড়ি ব্লকে ভূগর্ভস্থ জল কেন্দ্রিক জল সরবরাহ পরিষেবা কিলারাম, কেতুগাবুর, বড় মুনিরাম, সুরাজবার, সৌবার, ছোট মুনিরাম মৌজায় এবং সংলগ্ন অঞ্চলে
খড়িবাড়ি ব্লকে বুধসিং মৌজা এবং তার সংলগ্ন অঞ্চলে পানীয় জলের প্রকল্প
ফাঁসিদেওয়া ব্লকে ফৌদিগাছ মৌজা ও তার সংলগ্ন অঞ্চলে ভূগর্ভস্থ জল কেন্দ্রিক জল সরবরাহ পরিষেবা
ফাঁসিদেওয়া ব্লকে ভিস্তি, ভুবনগুড়ির চাট, ছাউপুকুরিয়া, ডালুর চাট এবং হালাল মৌজায় জল সরবরাহ প্রকল্প
ফালাকাটা ব্লকে বংশীধরপুর, কালিপুর, কাদম্বিনি টিজি, রাইচ্যাঙায় পানীয় জলের প্রকল্প
বক্সা দুর্গ অঞ্চলে ভূপৃষ্ঠ কেন্দ্রিক পানীয় জলের প্রকল্প
জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পাম্প ও প্লাম্বিং যন্ত্র সহ তিনটি গভীর নলকূপ স্থাপন
জলপাইগুড়ি পুরসভার ১৩, ১৪ ও ২০ নম্বর ওয়ার্ডে তিনটি আয়রন এলিমিনেশন প্ল্যান্ট স্থাপন
সেচ ও নদীর বাঁধ নিরাপদ রাখার প্রকল্পঃ
জলপাইগুড়ির গদাধর চ্যানেলের নিকাশি ক্ষমতা বৃদ্ধি
জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি, নাগরাকাটা, রাজগঞ্জ ব্লক এবং আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে ১১টি নদীর বাঁধ নিরাপদ রাখার প্রকল্প
কোচবিহার জেলার দিনহাটা ১ নম্বর, তুফানগঞ্জ ১ ও ২ নম্বর, সিতাই, কোচবিহার ১ ও ২ নম্বর ব্লকে ১৩টি নদীর বাঁধ নিরাপদ রাখার প্রকল্প
দার্জিলিং জেলার মাটিগড়া, নক্সালবাড়ি, ফাঁসিদেওয়া ব্লকে সাতটি নদীর বাঁধ নিরাপদ রাখার প্রকল্প
স্বাস্থ্যঃ
শিলিগুড়ি জেলা হাসপাতাল ও দার্জিলিং জেলা হাসপাতাল এবং তিনটি মহকুমা হাসপাতাল – কালিম্পং মহকুমা হাসপাতাল, আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল ও মাল মহকুমা হাসপাতালে উন্নত মানের যন্ত্রপাতি কিনতে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।