জানুয়ারী ১১, ২০১৯
বঙ্গ মৎস্য উৎসবের উদ্বোধন আজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবছর মৎস্য দপ্তর আয়োজন করছে তিনদিন ব্যাপী বঙ্গ মৎস্য উৎসবের। উৎসব চলবে ১১ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত বিধাননগরের নলবন ফুড পার্কে।
১১ তারিখ মেলা চলবে বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত। ১২ এবং ১৩ তারিখ মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।
উৎসবের উদ্বোধন করবেন মৎস্যমন্ত্রী। এই উৎসবে অনুষ্ঠিত হবে মৎস্যচাষ সংক্রান্ত আলোচনা চক্র, প্রদর্শনী, রন্ধন প্রতিযোগিতা, ক্যুইজ এবং নিশ্চিতভাবে পসার থাকবে জিভে জল আনা লোভনীয় সব মাছের পদের।
প্রতিদিন মেলার অন্যতম মুখ্য আকর্ষণ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন স্বনামধন্য গায়ক, গায়িকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং বাংলা ব্যান্ড।