জানুয়ারী ৩১, ২০১৯
নিউটাউনে বিশ্ব বাংলা গেটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
কলকাতার মুকুটে যোগ হল নতুন পালক। দিল্লির ইন্ডিয়া গেট, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মত এবার কলকাতাও পেল বিশ্ব বাংলা গেট বা কলকাতা গেট। নিউটাউনের নবনির্মিত এই গেটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে এই গেটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতাতেও একটি “প্রবেশ দ্বার” বা গেট হোক, চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের। এরপরই কলকাতা গেট তৈরী জন্য নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন।
মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং গেটের নামকরণ করেছেন। আইআইটি মুম্বই এই গেটের নকশা চূড়ান্ত করেছে। নকশা অনুসারে নিউটাউনের নারকেল বাগান মোড়ে চারিদিক থেকে চারটি পিলার তোলা হয়েছে। ৫৫ মিটার উঁচু পিলারগুলি। সেই পিলারগুলির উপরে মাটি থেকে ২৫ মিটার উচ্চতায় তৈরী হয়েছে ২০০ মিটার পরিধির একটি সুদৃশ্য গোলোক। সেখানে থাকছে অত্যাধুনিক রেস্তরাঁ। এই ঝুলন্ত রেস্তরাঁটি চালাবে হিডকো।
একসঙ্গে ৪৫ জন কলকাতা গেটে ওঠার সুযোগ পাবেন। ওঠার জন্য তৈরী হয়েছে দুটি লিফট। এছাড়াও থাকছে সিঁড়ির ব্যবস্থা।
ফাইল চিত্র