জানুয়ারী ১৩, ২০১৯
সাধারণ মানুষের উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহারের ডাক শিল্পমন্ত্রীর

তথ্যপ্রযুক্তিতে এসএমই (স্মল মিডিয়াম এন্টারপ্রেনার) বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতিদের জন্য দু’দিনব্যাপী ‘ন্যাসকম’স ইন্টারন্যাশনাল এসএমই কনক্লেভ ২০১৯’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাসকম ৷ সহযোগিতায় বাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর | এই অনুষ্ঠানে রাজ্যের অর্থ, শিল্প, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অমিত মিত্র বলেন, তথ্যপ্রযুক্তি হতে হবে এমন, যার ব্যবহারে একজন সাধারণ মানুষও জীবনে উন্নতি করতে পারেন৷
শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ-সহ জনজীবনের নানা ক্ষেত্রে রাজ্য যাতে আরও এগিয়ে যেতে পারে, সে-বিষয়ে ন্যাসকমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ শিল্পের উন্নতিতে রাজ্যে যে ‘পার্ক’গুলি গড়া হয়েছে সেগুলি মধ্যে থেকে যে কোনও একটি পার্ক বেছে নিতে বলেন তিনি৷
তিনি বলেন, ‘প্রযুক্তির উন্নতির জন্য ন্যাসকমকে রাজ্যে যে কোনও একটা ‘পার্ক’ নিতে অনুরোধ করব৷ তারা বলুক আমাদের কাছে তারা কী সহযোগিতা চায় ৷ ন্যাসকম যেন এই রাজ্যের জন্য কোনও ‘পাইলট প্রজেক্ট’-এর কথা ভাবে৷ আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটা কিছু করা যাতে একজন সাধারণ মানুষও সেই প্রযুক্তি ব্যবহার করে উন্নতি করতে পারে |’
এদিন অর্থমন্ত্রী তুলে ধরেন কীভাবে দেশের নামী তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি কীভাবে এ রাজ্যে তাদের সম্প্রসারণ ঘটাচ্ছে৷ তিনি বলেন, রাজ্যে প্রযুক্তি নিয়ে যাঁরা কাজ করছেন সরকার তাঁদের সহযোগিতা করবে৷
জনজীবনে এই কৃত্রিম মেধার উপযোগিতা নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী উদাহরণ দেন, জনজীবনে কৃত্রিম মেধার উপযোগিতা বোঝা যায় তখনই, যখন এটি একজন শিশুর সমস্যাও সমাধান করে দেয়। তিনি আরও বলেন, জমির মালিকানাসত্ত্ব-সহ স্বাস্থ্য পরিষেবা এবং পরিবহণের৷